১০৯ মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট • প্রতারণার অভিযোগে দায়ের করা ১০৯ মামলার পলাতক আসামি ইব্রাহিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান জানান, ১০৯ মামলার আসামি গোদাগাড়ী এলাকার বাসিন্দা প্রতারক ইব্রাহিম দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটায় রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান শারমিন জাহান।

আরও খবর