উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার জার্নাল ডটকম •

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যগণ টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রিবাহী বাসে ডগ দিয়ে তল্লাশীকালে ইয়াবা সহ এক পাচার কারীকে আটক করে।

বরগুনা জেলার আমতলী থানার উত্তর ঘোষখালী গ্রামের মোঃ সুলতানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২০)শরীর তল্লাশী করে তার পায়ের সাথে অতিকৌশলে লুকায়িত অবস্হায় ১,৫৫০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে। আটককৃত মালামালসহ আসামীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি উক্ত ব্যাটালিয়নের উপ পরিচালক মোঃ তাজলিমুর ইসলাম নিশ্চিত করেন।

আরও খবর