ইয়াবা বিক্রির চেষ্টা, ৫ পুলিশ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট • ইয়াবা ট্যাবলেট বিক্রির চেষ্টার অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর ৪ সদস্য এবং গুলশান থানার একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

গ্রেফতারকৃত পুলিশ সদস্যরা হলেন- আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর কনস্টেবল প্রশান্ত মণ্ডল, জাহাঙ্গীর আলম, মো. রনি মোল্লা শরিফুল ইসলাম ও গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনিয়ারা। তিনি বলেন, ‘রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) তাদের আদালতে পাঠানো হয়।’

মামলার তথ্য বিবরণী

মামলার বাদী আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর এসআই মো.জাফর বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর এএসআই মাসুদ আহমেদ মিয়াজিসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর চার কনস্টেবল গুলশান ১-এর গুদারা ঘাট চেক পোস্টে দায়িত্বরত ছিল। ওইদিন তারা একজন মোটরসাইকেল আরোহীকে আটক করেন। এ সময় তাকে তল্লাশি করে ৫২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কিন্তু তারা জব্দকৃত ওই মাদক সংশ্লিষ্ট থানায় জমা না দিয়ে নিজেরা নিয়ে যান এবং মোটরসাইকেল আরোহীকে ছেড়ে দেন।’

তিনি আরও বলেন, ‘রোববার উত্তরায় এপিবিএন’র ব্যারাকের বাথরুমে প্রশান্তসহ আরেক জন কনস্টেবল ইয়াবা বিক্রির জন্য প্যাকেট করছিল। বিষয়টি আমি বুঝতে পেরে থানায় ফোন দেই। পুলিশ এসে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে বাকিদের গ্রেফতার করা হয়।’

আরও খবর