বার্তা পরিবেশক •
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২২ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা হতে ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১॥ কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪৪(৯)১৯, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
মোঃ আরমান, পিতা-মৃত নাদেরুজ্জামান, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-দক্ষিন হাজী পাড়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।
২। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪৬ (৯)১৯ ধারা-৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
রবিউল আলম, পিতা-মোঃ মমতাজ, সাং-ছোট চৌধুরী পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৩। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪৯ (৯)১৯ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
জয়নাল আবেদীন (৪৪), পিতা-ছৈয়দ আহমদ, মাতা-ফেরদৌস বেগম, স্থায়ী-ফরাজী পাড়া, জয়নালের বাড়ী
জালালাবাদ ইউপি, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার।
৪। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৫(৯)১৯ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
মোঃ ছাদেক, পিতা-মৃত গোলাম কাদের, সাং-দক্ষিন হাজী পাড়া, পাওয়ার হাউজ, থানা ও জেলা-কক্সবাজার।
৫। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-০৮,ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
মোৎ রহমান, পিতা-গুরা মিয়া, সাং-বাদশাঘোনা, আকরাম এর বাসা, থানা ও জেলা-কক্সবাজার।
মোঃ আইয়ুব, পিতা-কবির আহমদ, সাং-পশ্চিম পাড়া, বোমাবিলছড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৬। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪৩, ধারা-৩৬৫/৩৪পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
আরাফাত উদ্দিন, পিতা-মৃত খুলু মিয়া, সাং-চরম্বা, থানা-লোহাগড়া., জেলা-চট্টগ্রাম
হাছিনা আক্তার, পিতা-স্বামী-মোরশেদ আলম, সাং-উত্তর আমিরা বাদ, ঘোনার পাড়া, থানা-লোহাগড়া., জেলা-চট্টগ্রাম
রিনা আক্তার, স্বামী-মোঃ ইউনুছ, সাং-চরম্বা, থানা-লোহাগড়া., জেলা-চট্টগ্রাম।
৭। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪৫, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
মোঃ নজরুল ইসলাম (২৪) পিতা-মৌলভী আবদুল হাকিম, স্থায়ী-ডেগিল্লার বিল, ০৫নং ওয়ার্ড, সাবরাং ইউপি,থানা/উপজেলা-টেকনাফ, কক্সবাজার।
সৈয়দুর রহমান সাদ্দাম (২৪)পিতা-মোঃ নাজির হোসেন, সাং–আছার বনিয়া, সাবরাং ইউপি, থানা/উপজেলা-টেকনাফ, কক্সবাজার।
মোঃ কবির (২১) পিতা-মতিউর রহমান, সাং-আছার বনিয়া, সাবরাং ইউপি, থানা/উপজেলা-টেকনাফ, কক্সবাজার।
৮। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪৭(৯)১৯, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
মোঃ হুমায়ুন কব্রি, পিতা-মৌলভী কবির আহমদ,
মোঃ আজগর হোসেন, পিতা- মোঃ সুলতান আহম্মদ,
মোঃ রাশেদ, পিতা- নুরুল আবছার, সর্ব সাং- ধাওনখালী, পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার।
৯। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৪৮(৯)১৯, ধারা-১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর ১৯অ/১৯(ভ) এবং মামলা নং- ৪৯(৯)১৯, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
মোঃ আবু সুফিয়ান আনছারী, পিতা- নুর মোহাম্মদ আনছারী, সাং- পশ্চিম ঝিলংজা ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।
১০। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে এনএফআইআর নং-০৮/১৯, ধারা-২৯০ এর আসামী-
আলী আহমদ, পিতা- মৃত সোলাইমান, সাং- মধ্যম ভোমারিয়া ঘোনা,
রাবেয়া বছরী, পিতা- মৃত আলী আকবর, সাং- মেহের ঘোনা,ঈদগাঁও, উভয় থানা ও জেলা- কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। রহমত উল্লাহ, পিতা-আলী হোসেন, সাং-সাবেকপাড়াম ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।
২। জিয়াউর রহমান প্রকাশ জিয়া, পিতা-মৃত মোখতার আহমদ, সাং-মশরফ পাড়া, ভারুয়াখালী. থানা ও জেলা-কক্সবাজার।
৩। মোঃ সিরাজুল হক, পিতা-মৃত ফকির আহমদ, সাং-খোন্দকার পাড়া, থানা-বাঁশখালী, জেলা-কক্সবাজার বর্তমানে ইসলামাবাদ , ঈদগাঁও ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।
৪। আব্দুল্লাহ, পিতা-মোঃ ইব্রাহিম, সাং-নতুন বাজার, ০৩নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম, তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-