আবদুল্লাহ আল আজিজ • কক্সবাজার জার্নাল ডটকম
উখিয়ার বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের গেইটের সামনের পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ আলী আহমেদ (৪৮) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
রবিবার (১৫সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলী আহমেদ লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১ (পশ্চিম) এর আওতাধীন সি-২ ব্লকের হায়দার আলীর ছেলে।
র্যাব ১৫ উপ-পরিচালক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এসময় বিক্রির মজুদ ১৫হাজার পিস ইয়াবাসহ আলী আহমেদকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৭৫ লাখ টাকা।
আটক আলী আহমেদকে ইয়াবাসহ কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান উপ-পরিচালক মেজর রবিউল ইসলাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-