রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ নানা দাবীতে মানবন্ধন করেছে ‘আমরা কক্সবাজারবাসি’

ওমর ফারুক হিরু

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত স্বদেশ প্রত্যাবাসন, কতিপয় এনজিওদের অপত’পরতা রোধ, শরণার্থী ক্যাম্পের চারদিকে কাঁটাতারের বেড়া নির্মান, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানে সহযোগীতাকারীদের রাষ্ট্রদ্রোহী মামলার আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে ‘আমরা কক্সবাজারবাসী‘ সংগঠন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অনুষ্টিত এই মানববন্ধনে জেলার সচেতন মহল সহ নানা শ্রেণী পেশার লোক অংশগ্রহন করেন।

‘আমরা কক্সবাজারবাসী‘র সমন্বয়ক কলিম উল্লাহ্, নাজিম উদ্দিন, এইচ এম নজরুল সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা দাবী তুলেন, মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়ার সময় দুই বছর অতিবাহিত হয়ে গেলেও রোহিঙ্গারা নানা অজুহাতে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাচ্ছেনা। উল্টো তারা কক্সবাজার সহ পুরো দেশের আইনশৃংখলার অবনতি সহ নানা ধরণের ক্ষতি করছে।
তাই দেশের স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসন জরুরী হয়ে পড়েছে।

এছাড়া রোহিঙ্গারা স্থানীয়দের সাথে মিশে নানা অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত করছে তাই রোহিঙ্গা ক্যাম্পের চারদিকে কাঁটাতাদের বেড়া দিয়ে প্রত্যাবাসনের আগ পর্যন্ত রোহিঙ্গাদের নিয়ন্ত্রন করতে হবে। এছাড়া কিছু অসাধু এনজিও‘র লোকজন নিজেদের চাকরি বাচাঁতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নিরু’সাহিত করছে। এই ধরণের দেশ বিরোধী এনজিওদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এই মানববন্ধনে প্রায় ৩ শতাধিক লোক অংশগ্রহণ করেন। তাদের সবার দাবী দেশের স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা হউক।

আরও খবর