ছাত্রলীগের পদ হারালেন শোভন-রাব্বানী

পদ হারালেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাবেন সংগঠনটির সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদকের স্থলে ভারপ্রাপ্ত দায়িত্ব পাবেন যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চলমান সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার পর এমন তথ্য জানা যায়। এসব নিশ্চিত করেছেন মিটিংয়ে থাকা একাধিক নেতা। শেষ খবর পাওয়া পর্যন্ত মিটিং চলছিল। 

আরও খবর