চট্টগ্রাম • পটিয়া বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দ্রুতগতির ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের ধানক্ষেতে উল্টে পড়ে।
এতে প্রাথমিকভাবে একজন নিহত এবং ১২ জন আহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার স্টেশন।
পটিয়া ফায়ার স্টেশন অফিসার (এসও) সৌমেন বড়ুয়া জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস সড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার কাজ চালাচ্ছে।
তিনি বলেন, বেলা ১টা পর্যন্ত ওই বাস থেকে একজনের মরদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।
তবে নিহত ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-