ডেস্ক রিপোর্ট •
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রেলওয়ে স্টেশনরোড এলাকায় নিজাম হোটেলের সামনে থেকে সাড়ে দিন হাজার ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। আটককৃতের নাম তৃষা । সে মুন্সিগন্জ জেলার মাওয়া গ্রামের রমিজ মোল্লার মেয়ে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতের দিকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তৃষাকে আটক করা হয়। এসময় র্যাবের মহিলা সদস্যরা তার দেহ তল্লাশী করে ৩ হাজার ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-