বান্দরবান প্রতিনিধি •
বান্দরবানের রুমায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ডমেচিং মারমা (৩২) নামে এক আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু হয়েছে।
তিনি রুমা উপজেলার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।
ডমেচিংয়ের স্বামী উহ্লাচিং মারমা জানান, কয়েকদিন আগে ডমেচিংয়ের ডেঙ্গু রোগ ধরা পড়ে। পরে স্থানীয় একটি মেডিকেল সেন্টারের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-