টেকনাফের পাহাড়ে ১৯টি ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

গিয়াস উদ্দিন ভুলু • কক্সবাজার জার্নাল

টেকনাফের পাহাড় গুলোতে অবৈধ ভাবে বসবাসকারী জীবনের ঝুঁকি নিয়ে থাকা মানুষ গুলোর প্রান বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতায় টেকনাফ বন-বিভাগের কর্মকর্তারা শুরু করেছে অবৈধ উচ্ছেদ অভিযান।

সেই সূত্র ধরে গতকাল ১০ সেপ্টেম্বর বিকালের দিকে পাহাড়ী এলাকায় অবৈধ ভাবে বসবাসকারী ১৯টি বসত-বাড়ি উচ্ছেদ করা হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়,১০সেপ্টেম্বর বিকালে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া পাহাড়ী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ বসবাসকারী ১৯টি বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সহযোগিতা ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের উপস্থিতিতে পুলিশ, বন বিভাগ ও সিপিজি সদস্যসহ টেকনাফ পুরান পল্লান পাড়া পাহাড়ী এলাকায় ঝুঁকিপুর্ন বসবাসকারীদের অবৈধ বসতি স্থাপনা গুলোতে উ‌চ্ছেদ অ‌ভিযা‌ন পরিচালনা করা হয়।

এদিকে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে পাহাড়ী এলাকায় এখনো যারা ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য মাইকিং করা হয়েছে।

আরও খবর