গিয়াস উদ্দিন ভুলু • কক্সবাজার জার্নাল
টেকনাফের পাহাড় গুলোতে অবৈধ ভাবে বসবাসকারী জীবনের ঝুঁকি নিয়ে থাকা মানুষ গুলোর প্রান বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতায় টেকনাফ বন-বিভাগের কর্মকর্তারা শুরু করেছে অবৈধ উচ্ছেদ অভিযান।
সেই সূত্র ধরে গতকাল ১০ সেপ্টেম্বর বিকালের দিকে পাহাড়ী এলাকায় অবৈধ ভাবে বসবাসকারী ১৯টি বসত-বাড়ি উচ্ছেদ করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়,১০সেপ্টেম্বর বিকালে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া পাহাড়ী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ বসবাসকারী ১৯টি বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সহযোগিতা ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের উপস্থিতিতে পুলিশ, বন বিভাগ ও সিপিজি সদস্যসহ টেকনাফ পুরান পল্লান পাড়া পাহাড়ী এলাকায় ঝুঁকিপুর্ন বসবাসকারীদের অবৈধ বসতি স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে পাহাড়ী এলাকায় এখনো যারা ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য মাইকিং করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-