সংবাদ বিজ্ঞপ্তি •
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের রক্তদাতা ও স্বেচ্ছেসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্টিত হয়েছে।
সোনার পাড়া উচ্চ বিদ্যাললয়ের হল রুমে এই অনুষ্টান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, ও বিশিষ্ট সমাজ সেবক মৌলানা আবুল বশর।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মৌ: ইসমাইল, মো: হোসাইন, জিয়াউল হক জিয়া, এড. রিদুয়ান, ইমরান সোহেল, জুনাইদ মোস্তফা, সানা উল্লাহ, আব্দুল হামিদসহ আরো অনেকে।।
উক্ত অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি সংগঠনের সভাপতি মাহাবুব কাউসার, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল আলম, কার্যকরী সদস্য মুক্তা ও সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্টানে বক্তারা অসহায় মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-