গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ ২ বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে দুই জন মাদক পাচারকারীকে আটক করেছে। এই সময় তাদের কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
তথ্য সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২ বিজিবির আওয়তাদ্বীন হ্নীলা দমদমিয়া চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে বিজিবি টহল দলের সদস্যরা টেকনাফ থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী সরাসরি স্পেশাল সার্ভিস নামক একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের তথ্য অনুযায়ী মাদকপাচারে জড়িত এক নারীসহ দুই জন যাত্রীর শরীর তল্লাশী ৬৫০ পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় মাদক পাচারে জড়িত থাকার অপরাধে তাদেরকে আটক করে বিজিবি।
ধৃত আসামীরা হচ্ছে, মানিকগন্জ জেলা সিঙ্গাইল থানা এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দোলন আক্তার (২৩), কুমিল্লা হোমনা থানা অনন্তপুর এলাকার মোঃ আসাদ মিয়ার পুত্র মোঃ শাহ আলম(৩৩)। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।
জানা যায় আটকৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-