ফের রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, ৬জনকে স্বদেশে ফেরত

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় নারী ও শিশুসহ মিয়ানমারের ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হ্নীলা নয়াপাড়া নাফ নদীর কুতুবদিয়া ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ান উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ  তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে নয়াপাড়া বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ শাহ আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম নাফ নদীর কুতুবদিয়া ঘাট দিয়ে টেকনাফের অনুপ্রবেশের সময় ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন নারী এবং ৩ জন শিশু। পরে একই সীমান্ত দিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। মাদক, মানব পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে বিজিবি তৎপর রয়েছে।

আরও খবর