শহিদ রুবেল, উখিয়া :
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিলে অভিযান চালিয়ে দেশীয় ও আধুনিক অস্ত্র, গুলি, কার্তুজ ও সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
৬ সেপ্টেম্বর শুত্রুবার রাতে হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিলের গহীন পাহাড়ি এলাকায় উখিয়া থানার ওসি আবুল মনসুরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়ার উত্তর বড়বিলের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ২টি এক নলা বন্দুক, ১টি ত্রি-রাইফেল সদৃশ্য অস্ত্র ও ১টি আধুনিক অস্ত্র, ৬রাউন্ড গুলি, দুইটি কার্তুজ এবং সামরিক বাহিনীর সদৃশ্য পোশাক উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-