টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে একটি ইজিবাইক থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ইউপির বড়ইতলী থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাহ জিয়া রহমান জানান, ইয়াবা পাচারের তথ্য পেয়ে বড়ইতলী এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ডের টহল দল। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইককে থামার সংকেত দেয়া হয়। কোস্টগার্ডের সংকেত পেয়ে ইজিবাইকের চালক গাড়ি রেখে দ্রুত পালিয়ে যান।
তিনি আরো জানান, পরে ইজিবাইকটি তল্লাশি করে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে ইয়াবা ও ইজিবাইকটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-