গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ কোস্টগার্ড সদস্যরা একটি সাঁড়াশী অভিযান পরিচালনা করে মাদক পাচারে জড়িত চার যুবককে আটক করতে সক্ষম হয়েছে। এই সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের সূত্রে জানা যায়,গোপন সংবাদের তথ্য অনুযায়ী ৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফে দায়িত্বরত স্টেশন কমান্ডার লে.এম সোহেল রানার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সাবরাং ইউনিয়ন হারিয়াখালী ভাঙ্গা বেড়িবাঁধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারে জড়িত একটি চক্র ইয়াবা কেনাবেচা করার সময় ৪ ইয়াবা কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার ইয়াবা।
ধৃত যুবকরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন নাজির পাড়া এলাকার মৃতঃ আব্দু জলিলের পুত্র মোঃ খোরশেদ(২৭),সাবরাং করাচি পাড়া এলাকার জাহেদ হোসাইনের পুত্র মোঃ জায়েদ উল্লাহ (২৩), একই ইউপির ডেগিল্লার বিল এলাকার মোঃ আইয়ুবের পুত্র মোঃ জোবাইর(৩০), সাবরাং হারিয়াখালী এলাকার মৃত সালামের পুত্র মোঃ হারুনুর রশীদ(২০)। এদিকে স্থানীয় সূত্রে জানা যায় উদ্ধারকৃত এই ইয়াবা গুলোর মুলহোতা আটক মাদক কারবারী খোরশেদ।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে.এম সোহেল রানা জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ক্রেতা সেজে মাদক পাচারে জড়িত সদস্যদের সাথে যোগাযোগ করে আমাদের সদস্যরা ছদ্ধ বেশ ধারন করে ইয়াবা পাচারে জড়িত এই ৪ যুবককে ৩০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, আটক চার মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তন্তর করার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-