পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ রবিবার সকালে পটিয়া পৌরসদরের বাসষ্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক কিশোর শাহরিয়ার বিন জুলফিকার (১৬) কক্সবাজার টেকনাফ হৃীলা উলচামুরি এলাকার বাসিন্দা।
পটিয়া মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদশর্ক এ কে এম আজাদ উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে সকালে পৌরসদরে অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ শাহরিয়া বিন জুলফিকারকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে পটিয়া থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-