মোহাম্মদ উল্লাহ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার একটি পুকুর থেকে মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।ফায়ার সার্ভিসের ও স্থাণীয় লোকজন তল্লাসী চালিয়ে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে।
রবিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান(৪০) একই এলাকার জাকির হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে মিজানুর রহমান (৪০) এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে রবিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের লোকজন ওই পুকুরে উদ্ধার অভিযান চালায়।
স্থানীয় লোকজন জানান, নিহত মিজানুর রহমান মৃগী রোগী ছিলেন। যুবকের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন,চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার একটি পুকুর থেকে রবিবার সাড়ে ৭টার সময় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-