টেকনাফে ১ কোটি ২৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজার জেলার টেকনাফ মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪হাজার ৮৬০পিস ইয়াবা বডিসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক নারীর নাম মমতাজ বেগম (৪৮)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলবীবাজার দক্ষিণপাড়া গ্রামের নুর হোসেনের স্ত্রী। ১ সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে আটক করে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলবীবাজার দক্ষিণপাড়া  থেকে তাকে আটক করা হয়। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি টিম রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টেকনাফ মৌলভীবাজার দক্ষিণপাড়া ইয়াবা বডি কেনাবেচার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১কোটি ২৪লক্ষ ৩০হাজার টাকা মূল্যের ২৪হাজার ৮৬০পিস ইয়াবা বডি উদ্ধার করা হয়। তাকে টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর