শহিদুল ইসলাম, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে খতমে কোরআন,দোয়া মাহফিল,এতিম ও দুস্থ মাঝে খাবার বিতরণ করা হয়।
শনিবারে বিকালে উখিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় জাতীয় পাটির সদস্য ও উখিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জাতীয় পাটির নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেম্বার,মাষ্টার শামসুদ্দীন, উখিয়া উপজেলা যুব সংগতির জয়নাল আবেদীন,কামাল উদ্দিন,জিয়া উদ্দিন।মোনাজাত করেন উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের আবাসিক শিক্ষক মাওলানা রফিক আহমদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-