দুলাভাইয়ের যৌন নির্যাতনে শ্যালিকার আত্মহত্যা

মোহাম্মদ উল্লাহ-চকরিয়া-কক্সবাজার:

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি হেডম্যান পাড়ায় বোনের স্বামীর নির্যাতনে শালী বিষপানে আত্মহত্যা করে। চাম্বি হেডম্যান পাড়ায় দুলাভাই নিওজিং মার্মা (৩২) এর বাড়িতে লেখাপড়া করার সুবাদে থাকত ক্ষিক্ষিংওয়াং (১৪)। ক্ষিক্ষিংওয়াং আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে উপজেলার গজালিয়া ইউনিয়নের কুলিক্কা পাড়ার রায় মঙ্গল দাশের মেয়ে। ২৮ আগস্ট বুধবার রাত ৮টায় এঘটনা ঘটে।

পিতা মাতার আর্থিক অবস্থা অস্বচ্ছল ও যাতায়তের অসুবিধা বলে বড় বোনের বাড়িতে থেকে লেখাপড়া করত ক্ষক্ষিংওয়াং। ঘটনার দিন রাত ৮টার দিকে বড় বোন বাসায় না থাকায় ক্ষিক্ষিংকে কু-প্রস্তাব দিলে সে রেগে দুলাভাইকে বকাঝকা করে। দুলাভাই তাকে লাঠি দিয়ে আঘাত করলে, সে ক্ষিপ্ত হয়ে ওই রাতেই ক্ষিক্ষিং বিষপান করে। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগাড়ার মা-মনি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। ২৯ আগস্ট রাত সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় ক্ষিক্ষিং মারা যায়।

আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড় এর মহিলা মেম্বার শারমিন আক্তার বলেন, মেয়েটি ভাল ছিল, আমার মেয়ের সাথে পড়ত।

পাড়া কারবারী অংমং বলেন, হাসপাতাল থেকে ফোন করে, তারপর আমি বিস্তারিত জানতে পারলাম।

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা নাহা রাজু বলেন, আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি আমাকে জানিয়েছে। লাশ চট্টগ্রাম থেকে আনা হলে আইনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয় হবে।

আরও খবর