আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল
কক্সবাজারের উখিয়ার কুতুপালং হিন্দু রোহিঙ্গা শিবির এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (৪২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শফিউল লম্বাসিয়া রোহিঙ্গা শিবিরের মো. নবী হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, উখিয়া কুতুপালং (পিএফপাড়া) রোহিঙ্গা হিন্দু শিবির এলাকায় মাদকবিক্রেতারা ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা শফিউলকে আটক করা হয়।
আটক শফিউলকে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এএসপি মাহমুদুল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-