চট্টগ্রাম – নগরীর গোলপাহাড় মোড়ের সুবর্ণা আবাসিক এলাকা থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ শাজাহান সহ ১২ জনকে আটক করেছে পু্লিশ। আটক মোহাম্মদ শাজাহান চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির এবং অন্যরা বিভিন্ন পদে রয়েছেন বলে জানিয়েছে পু্লিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে তাদের আটক করা হয় জানিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, গোলপাহাড় মোড়ের সুর্বনা আবাসিক এলাকায় গোপন বৈঠক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ শাজাহানসহ ১২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-