র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক, একে-২২ রাইফেল উদ্ধার

চট্টগ্রাম – চট্টগ্রামের ফটিকছড়িতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান বলেন, শিকদারপাড়া এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও খবর