বার্তা পরিবেশক :
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২২ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৭ আগস্ট সকাল ৮টা হতে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। ইসমাইল হোসেন প্রকাশ হৃদয়,পিতা-মৃত ইউসুফ,সাং-মধ্যম কলাতলী,১২নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
২। জয়নাল আবেদীন,পিতা-আবুল কাশেম,সাং-উত্তর আদর্শগ্রাম,১১ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
৩। মোঃ মিজান,পিতা-বশির আহমদ, সাং-দক্ষিন আদর্শ গ্রাম, থানা ও জেলা-কক্সবাজার।
৪। আচু রাখাইন,স্বামী- মংছেক্যা রাখাইন,পিতা- শিথচিং,সাং- এস এ ক্যাং জাদিরাম পাহাড়, ০৮ নং ওয়ার্ড থানা ও জেলা-কক্সবাজার
৫। নজরুল ইসলাম,পিতা-মোঃ ফরিদ,সাং-কোনার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৬। মো ঃ আব্দুল মজিদ,পিতা-রহমান, সাং-নয়া পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৭। মো: দলু @ দুলা,পিতা-মোঃ সুলতান আহম্মদ,সাং-কোনার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৮। মাঈনুল ইসলাম @ মাঈদুল,পিতা-এম আনোয়ার হোসেন,সাং-সোনার পাড়া,কালামার ছড়া,থানা-মহেশখালী,জেলা-কক্সবাজার। বর্তমান-সৈকতপাড়া,টিএনটি রোড,১২ নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা,কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্ত আসামীঃ
১।দুদু মিয়া,পিতা-মৃত মোহাম্মদ কালু,সাং-ডেইল পাড়া,খুরুশকুল,০২ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
২। মহি উদ্দিন,পিতা-আবু তালেব,সাং-নাপ্পাঞ্জা পাড়া,০৬ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
৩। জাকির হোসেন,পিতা-গুরা মিয়া,সাং-কুলিয়া পাড়া, খুরুশকুল, ফিরোজ মেম্বারের বাড়ীর পেছনে, থানা ও জেলা-কক্সবাজার।
৪। আল জোবায়েত হোসেন,পিতা-হাসান আলী,সাং-মধ্যম কলাতলী,পৌরসভা এলাকা,থানা ও জেলা-কক্সবাজার।
৫। মোঃ হেলাল উদ্দিন,পিতা-ইউনুস মাঝি,সাং-দক্ষিন ডেইল পাড়া,খুরুশকুল ইউপি,থানা ও জেলা-কক্সবাজার।
৬। সোনা মিয়া,পিতা-মোঃ আব্দুল হাসেম,সাং-সমিতি পাড়া বাজারের পূর্ব পাশে, থানা ও জেলা-কক্সবাজার।
৭। মোঃ শাহেদ,পিতা-আব্দুল হামিদ,সাং-এসএম পাড়া,আলীর জাহান, থানা ও জেলা-কক্সবাজার।
৮। শফিকুল ইসলাম,পিতা-আব্দুল হামিদ,সাং-কুলিয়াপাড়া,খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।
৯। মোঃ ইউসুফ পিতা-আব্দুল গফুর,সাং-পূর্ব কলাতলী,০১ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
১০। সাদ্দাম হোসেন,পিতা-লাল মিয়া,সাং-খুরুশকুল টাইম বাজার, থানা ও জেলা-কক্সবাজার।
১১। কালু,পিতা-মৃত ছালেহ আহমেদ,সাং-কালিরছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
১২। মোঃ তৈয়ব,পিতা-ছালেহ আহম্মদ,সাং-কালিছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
১৩। জাফর আলম, মৃত আবুল হাসেম,ইসলামাবাদ,থানা ও জেলা-কক্সবাজার।
১৪। বাদশা মৃত আব্দুল মোনাফ,সাং-আলীর জাহান ,০৫ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-