বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পাচ্ছেন শফিউল আলম

বাংলা ট্রিবিউন :

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। চাকরির মেয়াদ শেষে তাকে সরকার এ পদে নিয়োগ দেবে। ১ সেপ্টেম্বর থেকে তার নিয়োগটি কার্যকর হতে পারে।

নতুন মন্ত্রিপরিষদ সচিব হবেন বর্তমান সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (২৮ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় বর্তমান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম উপস্থিত ছিলেন।

শফিউল আলমের জন্ম ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজার জেলায়। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের একজন সদস্য। ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি দেশের ২১তম মন্ত্রিপরিষদ সচিব।
উল্লেখ্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বর্তমানে বিশ্বব্যাংকের বাংলাদেশ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ শফিউল আলম নিয়োগ পেলে তার স্থলাভিষিক্ত হবেন।

আরও খবর