কক্সবাজারে চার ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

কক্সবাজারের শহরের পান বাজার রোডে ঔষধের গোডাউন অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

২৬ আগষ্ট (সোমবার) বেলা ১১ দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমান অনিবন্ধিত ঔষধ পাওয়ায় শ্যামলী প্লাস ফার্মেসীসহ তিনটি ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এতে ড্রাগ আইন ১৯৪০ অনুসারে শ্যামলী প্লাস ফার্মেসীকে ৭৫ হাজার টাকা এবং অন্যান্য তিনটি ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ঔষধ বিনষ্টের জন্য উপস্থিত ড্রাগ ইন্সপেক্টরকে নির্দেশ প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধার কান্তি হালদার বলেন, ড্রাগ আইন ১৯৪০ অনুসারে ফার্মেসীতে অনিবন্ধিত ঔষধ পাওয়ায় শ্যামলী প্লাস ফার্মেসীসহ তিনটি ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর