পাহাড়ে সেনাবাহিনী-সন্ত্রাসী গুলি বিনিময়, নিহত ৩

ডেস্ক রিপোর্ট – খাগড়াছড়ির দিঘীনালায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

নিহতরা হলেন- দীঘিনালা ইন্দ্রমণি পাড়ার বাসিন্দা তুঙ্গরাম চাকমার ছেলে ভুজেন্দ্র চাকমা (৪৫), একই উপজেলার হাসিনসনপুর সুধীর প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা (২৫) ও পানছড়ি পুজগাং যুবনাক্সপাড়ার বাসিন্দা ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩২)। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য। 

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর