স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. খিজিরকে (৩০) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ভোর চারটার দিকে নিজ বাড়ি থেকে তাকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। খিজির উপজেলার সাহারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।  

চকরিয়া থানার ওসি (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, থানার এসআই আবদুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ ১১০ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে খিজিরকে গ্রেফতার করে।

খিজির একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।