বার্তা পরিবেশক :
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৪ আগস্ট সকাল ৮টা হতে ২৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন…
১। মোঃ রোস্তম @ রুস্তম আলী,পিতা- মোঃ ইসহাক আলী,কালারমরছড়া বাজারের পশ্চিম পাশে,সামশু বাপের বাড়ী,থানা-মহেশখালী,জেলা-কক্সবাজার।
২। মোঃ কামাল হোসেন,পিতা-আমির সুলতান,সাং- পূর্ব ভোমারিয়া ঘোনা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মোঃ করিম উল্লাহ, পিতা- মৃত নুরুল হক, সাং- শাপলাপুর, ১নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৪। মোঃ এরফানুুল হক, পিতা- ফজলুল হক, সাং- পূর্ব লারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৫। আবুল ফয়েজ প্রঃ বার্মাইয়া, পিতা- জালাল আহমদ, সাং- মেহের ঘোনা, ৪নং ওয়ার্ড, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৬। মোঃ শাহাজাহান, পিতা- ফজল করিম দফাদার, সাং- দক্ষিণ খোদাইবাড়ি, ইসলামাবাদ, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৭। অলি আহামদ, পিতা- মৃত আব্দুল শুক্কুর, সাং- টেকপাড়া, নাজির ঘাট, থানা ও জেলা- কক্সবাজার।
৮। শফি আলম, পিতা- নুরুল হক, সাং- উত্তর পুল লম্বা ঘোনা, ছোট মহেশখালী, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
৯। মোঃ রাসেল, পিতা- আব্দুল্লাহ, সাং- বৈধ্য ঘোনা,৮নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে আসামীঃ-
১। আহমদ হোসেন, পিতা- মৃত পেটান আলী, সাং- চর পাড়া, খুরুলিয়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
২। ছৈয়দ হোসেন, পিতা- সুলতান আহমদ, সাং- চর পাড়া, খুরুলিয়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
৩। আক্তার হোসেন, পিতা- আহমদ হোসেন, সাং- চর পাড়া, খুরুলিয়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
৪। ছিদ্দিক আহমদ, পিতা- আমির হামজা, সাং- নয়া পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৫। শহিদুল্লাহ, পিতা- মোঃ হাফেজ আহমদ, সাং- মহেসেনিয়া পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৬। কাজল, পিতা- মৃত কবির আহমদ, সাং- মাছোয়াখালী সাকের পাড়া, পিএমখালী, থানা ও জেলা- কক্সবাজার।
৭। মোঃ হাছান, পিতা- মৃত হামিদুল হক সওদাগর, সাং- দক্ষিণ খুরুলিয়া, বেপারী পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৮। আনছারুল করিম, পিতা- মৌলানা জালাল উদ্দিন, সাং- শুক্কুরের দোকান, দক্ষিণ পালাকাটা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৯। সাইদ মোহাম্মদ, পিতা- আলতাজ মিয়া প্রঃ বাদু, সাং- হাজারীপাড়া,৬নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম, তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-