চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বেলি সুলতানা (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের শেখের কিল্লাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
বেলি সুলতানা একই এলাকার মকছুদ আহমদের মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পেকুয়া ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, কলেজ ছাত্রী বেলি সকালে বাড়ির উঠানে পুকুরে গোসল করতে গেলে সেখানে ডুবে যায়। পরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাহির হোসেন ভূইয়া বলেন, পানিতে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-