উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ডটকম

উখিয়া উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম দিয়ে পাচার করার সময় বিজিবির জালে আটকা পড়েছে ৪০ হাজার নিষিদ্ধ ইয়াবা বড়ি।

সোমবার (১৯ আগষ্ট) রাত ১১টার দিকে জেলার ঘুমধুম ইউনিয়নের রেজু দক্ষিণ আমতলীস্থ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

৩৪ বিজিবি এক মেইল বার্তায় জানায়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপির সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

এ সময় টহল পরিচালনাকালীন টহল দল মায়ানমার হতে ৩ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। তৎক্ষণাত টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল মাদক ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে ২ রাউন্ড ফায়ার করে।

এ সময় ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ হাজার টাকা।

উল্লেখ্য, উক্ত ফায়ারে জান-মালের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

আরও খবর