ডেস্ক রিপোর্ট – কক্সবাজার (৩৪ বিজিবি)’র আওতাধীন তুমব্রু বিওপি’র সদস্যরা রবিবার সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী কাস্টমস এলাকায় যাত্রীবাহী সিএনজি গাড়ীতে তল্লাশি চালিয়ে ৯৯০পিস ইয়াবাসহ কামাল উদ্দীন (২৪) নামের এক পাচারকারীকে আটক করেছে। সে কক্সবাজারে জেলার সদরের বাদশা মিয়ার ছেলে। এসময় সিএনজি গাড়ী, একটি মোবাইল এবং নগদ ১০৮০টাকা উদ্ধার করেছে বিজিবি।
কক্সবাজার-৩৪ বিজিবি এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। আটক মালামালের মূল্য সাড়ে ৭ লাখ টাকা। আটক মালামালসহ পাচারকারীকে থানায় সোপর্দ করেছে বলে জানিয়েছেন বিজিবি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-