টেকনাফে পুলিশের গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ বাবুল নিহত

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল নিহত।
উক্ত ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদক,অস্ত্র ও গুলি।

তথ্য সূত্রে জানা যায়, ১৬ আগষ্ট (শুক্রবার) ভোররাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বার্মা কলোনী পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় মাদক কারবারীদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে এসআই মোঃ বাবুল (৩৩),কনস্টেবল মোঃ আজিজ (২৩),রয়েল বড়ুয়া (২৩)আহত হয়। এরপর পুলিশও সরকারী সম্পদ ও জানমাল রক্ষা করার জন্য পাল্টা গুলি চালায়। কিছুক্ষন পর হামলাকারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী অস্ত্র,গুলি ও ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ব্যাক্তিকে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তি মারা যায়।

নিহত ব্যক্তি হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোছনের পুত্র চিহ্নিত মাদক কারবারী ও মাদক মামলার আসামী মোঃ বাবুল (৩৫) বলে সনাক্ত করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর