মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডজনাধিক মামলার পলাতক আসামি হাবিব উল্লাহর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৬ টার দিকে সাগরপাড়ের কবিতা চত্বর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ফরিদ উদ্দিন খন্দকার।
হাবিব উল্লাহ কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ পল্লাইন্যা কাটা এলাকার বাসিন্দা বার্মাইয়া মোঃ হোছন মাঝির ছেলে।
ওসি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ জানা যায়নি।
তবে, নিহত হাবিব উল্লাহর বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে ডজনের অধিক মামলা রয়েছে বলে ওসি মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-