ছাত্রদল নেতা জিয়াউল হক রানার ঈদ শুভেচ্ছা

ত্যাগের ঈদুল আযহা। আল্লাহর কঠিন পরিক্ষার মাধ্যমে এসেছে বিশ্ব মুসলিমের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এ ত্যাগের মধ্যদিয়ে পৃথিবীর সকল -গরিব, উচু-নীচু, নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষের প্রতি মানুষের আন্তরিকতার হাত প্রসারিত হউক।

ধনী-গরীব ভেদাভেদহীন বনের পশু নয় মনের পশু কোরবানি করার মাধ্যমে হিংসা,বিদ্বেষ, লোভ,অহমিকা মিলিয়ে গিয়ে সৌহার্দ্যময় পরিবেশ সৃষ্টি হউক সবখানে।

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

শুভেচ্ছান্তেঃ
জিয়াউল হক রানা
সাধারণ সম্পাদক (রাজাপালং ডিগ্রী মাদ্ররাসা শাখা ছাত্রদল
)

যুগ্ন সাধারণ সম্পাদক (নাগরিক আন্দোলন উখিয়া)

আরও খবর