টেকনাফে বালিশের ভেতরে ৩০ ভরি স্বর্ণ ও অর্ধকোটি টাকার ইয়াবা, যুবক আটক

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ মো. রফিক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্টর্গাড।

শুক্রবার (৯ আগস্ট) রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির এলাকা থেকে ইয়াবা ও স্বর্ণালংকারসহ তাকে আটক করা হয়। আটককৃত রফিক টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের নীর আহাম্মদের ছেলে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্ততে লেদা রোহিঙ্গা শিবির এলাকার রাস্তার পাশ্ববর্তী একটি ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বালিশের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ রোহিঙ্গার যুবককে আটক করা হয়।

উদ্ধার স্বর্ণালংকার শুল্ক স্টেশনে এবং ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

আরও খবর