দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে কক্সবাজারের আনোয়ারসহ আটক-২

চট্টগ্রাম – নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোডের ফিসারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (০৯ আগস্ট) ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

আটক দুইজন হলেন- কক্সবাজার জেলার মুক্তারকুল এলাকার মো. আব্দুল হকের ছেলে মো. আনোয়ার ইসলাম (২১) ও নগরের চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর রোড এলাকার মো. সেলিমের ছেলে রায়হান আরাফাত (২০)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, মেরিনার্স রোডের ফিসারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

তিনি জানান, আটক আনোয়ার ইসলাম ও রায়হান আরাফাত দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আরও খবর