উখিয়ায় বিজিবির হাতে ২ ইয়াবা সুন্দরী আটক

শহিদুল ইসলাম, উখিয়া :

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রেজুখাল যৌথ চেকপোষ্টে বিজিবি সদস্যরা কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ২ জন ইয়াবা পাচাকারী নারী সহ ৯ হাজার তিনশত আশি পিস ইয়াবা উদ্ধার করে।

এ সময় ২টি মোবাইল সহ বাংলাদেশী ২ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ১৭ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি সদস্যরা ইয়াবা ও পাচারকারীকে আটক করে।

আটককৃত পাচারকারীরা হচ্ছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার কান্দুঘর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মোছাঃ সেলিনা আক্তার (১৮) ও খাগড়াছড়ি জেলার দিঘীনাল থানার হেডম্যান পাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার (১৯)।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা রুজু করা হয়েছে বলে কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন।

আরও খবর