উখিয়ায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ওশিশু নিযার্তন মামলার দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে আটক করেছে।

শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি হলেন রফিক উদ্দিন। সে উপজেলার রাজাপালং ইউনিয়নের ছাটাবনিয়া গ্রামের সব্বির আহম্মদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক দিদারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণ মারা বাগান পাহাড় এলাকায় অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামীকে আটক করে থানায় নিয়ে আসেন।

উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, মাদক ব্যবসায়ী সহ সকল অপরাধীদের ধরতে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে।

আরও খবর