কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজার-টেকনাফ সড়কের লিংকরোডস্থ বেতার ভবনের সামনে র্যাব অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে নব গঠিত র্যাব- ১৫।
৫ আগষ্ট রাত সাড়ে ৮টায় এ অভিযান চালানো হয়।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২০ লক্ষ টাকা বলে র্যার জানিয়েছেন।
আটককৃতরা হলেন উখিয়ার বড়ইতলী ক্যাম্প- ৪ এর বাসিন্দা পিতা উলা মিয়া ও মাতা- রেহানা বেগমের ছেলে আঃ করিম (২৩) এবং একই এলাকার বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প-৪, ব্লক-বি/২ এর পিতা-সৈয়দ করিম ও মাতা-রফিকার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২১)।
৫ আগষ্ট রাত সাড়ে ৮টায় কক্সবাজার-টেকনাফ সড়কের বেতার ভবনের সামনে পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট বসিয়ে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবা সহ ওই দুই রোহিঙ্গাকে আটক করেন।
ধৃত রোহিঙ্গাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে। এদের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা ৪ হাজার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। ।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-