উখিয়া কি একদিন আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে যাবে?

মাহদী হাসান রিয়াদ :

উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের পাশের জনবহুল এবং ব্যস্ততম একটি সড়কের পাশে খালি স্থানে দীর্ঘদিন ধরে উখিয়ার সমস্ত ময়লা-আবর্জনা ফেলে স্তুপ করা হয়েছে। বৃষ্টি হলে তা আবার ছড়িয়ে যাচ্ছে আশপাশে। পরিবেশ হচ্ছে দুর্গন্ধময়। যার ফলে অস্বস্তিকর এক পরিবেশ সৃষ্টি হয়েছে।

কিন্তু এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নেই কোনো মাথা ব্যাথা। নেই কোনো সচেতন মহলের দৃষ্টিগোচর। যার কারণে ধুকে মরছে অসংখ্য ছাত্র-ছাত্রী, কর্মজীবী, এবং পথচারীরা।

প্রতিদিন হাজারো ব্যবসায়ী,আইনজীবী, শিক্ষক,ডাক্তার, সাংবাদিকসহ নানান পেশাজীবির মানুষ ও বঙ্গমাতা মহিলা কলেজের হাজারো ছাত্রী সহ বিভিন্ন স্কুল,মাদ্রাসা, ও কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

এছাড়া এ পথ ধরে ভালুকিয়া, গয়ালমারা, ডিগলিয়া, চাকবৈঠা সহ আরো অনেক এলাকায় যাওয়ার সড়ক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তার পাশে এ ময়লা আবর্জনার ফেলে স্তুপ তৈরির কারণে দূর্গন্ধে নাক আটকিয়ে দম বন্ধ না করা ছাড়া ওই রাস্তায় চলাচল কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভম না।

বর্ষাকাল কিংবা হালকা বৃষ্টিপাতের ফলে পুরো রাস্তা জুড়ে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে যায়,তখন এই পথ থেকে হেঁটে চলাচল করতে আরো অস্বস্তিকর ও মুশকিল হয়ে পড়ে।

স্থানীয়রা আরো বলেন, উখিয়া উপজেলার সর্ববৃহৎ ‘গরুর হাটবাজারে’ বসতে যাচ্ছে উক্ত রাস্তার পথ ধরেই। এতে রাস্তা করে রাস্তাটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে যাবে এবং স্থানীয়রা বেকায়দায় পড়ে যাবে।

তাই প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আকুল আবেদন, দ্রুত এ দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে চায় সকল পেশাজীবি মানুষ ,ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা।

আরও খবর