ডেস্ক রিপোর্ট – গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়ার (৬৩) মৃত্যু হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ আলোচিত তিন মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় কারাগারেই তার মৃত্যু হয়। ২০১২ সাল থেকে সে এই কারাগারে বন্দি ছিল। কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইয়াহিয়া সিলেটের কানাইঘাট উপজেলার পর্বতপুর গ্রামের মাওলানা আবদুর রশিদের ছেলে।
জেল সুপার জানান, ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশস্থলের কাছে শক্তিশালী বোমা পুঁতে রাখার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে। এছাড়া ২০০১ সালে রমনা বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াহিয়া। রমনা বটমূলের মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হয় ২০১৮ সালের ১০ অক্টোবর।
কাশিমপুর কারাগারের ওই কর্মকর্তা আরও জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইয়াহিয়া হঠাৎ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। পরে দ্রুত তাকে কারা হাসাপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালেই সে মারা যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, ইয়াহিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-