নিজস্ব প্রতিবেদক :
শহরের বহুল আলোচিত কলাতলী- মেরিনড্রাইভ সংযোগ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৫ মাস পরই সড়কটি সংস্কার কাজ সম্পন্ন করলো কক্সবাজার পৌরসভার নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান।
আগামি ঈদুল আজহার আগেই সড়কটি হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। ২১ দিন পর থেকে যথারীতি ভারী যানবাহনও চলাচল করতে পারবে। গতকাল রাতে মুঠোফোনে এমন দাবি করেছেন কক্সবাজার পৌরসভার জনসংযোগ কর্মকর্তা দাবিদার আহসান সুমন।
এদিকে, গতকাল ৩১ জুলাই সড়কের সম্পন্ন হওয়া কাজ দেখতে যান পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ সময় তাঁর সঙ্গে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-