স্থানীয় গ্রামবাসী তীব্র বাধাঁর মুখে

পালংখালী ওয়াকফ স্টেটের মালিকানা জবর দখলের চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ার বহুল আলোচিত পালংখালী আব্দুল লতিফ ওয়াকফ স্টেটের মালিকানা জবর-দখল করতে গিয়ে স্থানীয় জনসাধারননের তীব্র বাধাঁর মুখে ব্যর্থ হয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থ বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ নিয়ে যেকোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আশংকা করা হচ্ছে।

বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মো: কামরুজ্জামান স্বাক্ষরিত একটি পরিপত্রে জানা যায়, ইতি পূর্বে যারা ওয়াকফ স্টেটের সহায় সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে আসছিল তাদেরকে ওয়াকফ স্টেটের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে প্রত্যাহার করে লতিফ আনোয়ার চৌধুরীকে ওয়াকফ স্টেট পরিচালনা করার দায়িত্বভার প্রদান করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন।

ইতি মধ্যে লতিফ আনোয়ার চৌধুরী বেশ কয়েকবার উক্ত ওয়াকফ স্টেট পরিদর্শন করে ওয়াকফ স্টেটের অধীনে যেসব কৃষক ও মৎস চাষী ছিল তাদের সাথে মত বিনিময় করেছেন।

খোঁজ খবর নিয়ে জানা গেছে লতিফ আনোয়ার চৌধুরী উক্ত ওয়াকফ স্টেটের শর্তবান হওয়াতে এলাকার অধিকাংশ কৃষক তাকে স্বাগত জানিয়েছে। কিন্তু এলাকার একটি কূ-চক্রীমহর লোভ সামলাতে না পেরে বার বার ওয়াকফ স্টেটের জমি জমা ও মালিকানা দখলের চেষ্টা চালিয়ে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বেশ কিছু দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্র নিয়ে স্টেট নিয়ন্ত্রনের চেষ্টা করলে স্থানীয় উপকারভোগী জন সাধারণ লাঠি সোটা নিয়ে তাদের প্রতিরোধ করে।

আরও খবর