টেকনাফে ভয়ংকর অপরাধের মূল হোতা ডাকাত জমির অস্ত্রসহ আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল

টেকনাফে ওয়ান শুটার গান, কার্তুজ ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত জামিরকে (৩০) আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩০ জুলাই) টেকনাফের হ্নীলা নয়াপাড়া শরণার্থী শিবির থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক জামির হলেন- টেকনাফের হ্নীলা নয়াপাড়া শরণার্থী শিবিরের সি ব্লকের ৮২৫/৫ নাম্বার সেডের আব্দুল আমিনের ছেলে।

র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মো. মির্জা শাহেদ মাহতাব জানান, সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ ও ৩৯০০ পিস ইয়াবাসহ জমিরকে আটক করা হয়। এ সময় ডাকাত জকির, সলিম, কামালসহ অন্যরা পালিয়ে যায়। এসব ডাকাতদের আটকে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরা দীর্ঘদিন ধরে টেকনাফের হ্নীলা শালবাগান, লেদা, মোছনী বা নয়াপাড়া রোহিঙ্গা শিবিরসহ স্থানীয় এলাকায় ডাকাতি, ধর্ষণ, খুনসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় জমিরকে হস্তান্তর করে একটি মাদক মামলা দায়ের করা হবে। পলাতকদের ওই মামলায় আসামি করা হবে বলেও জানান তিনি।

আরও খবর