কক্সবাজারে র‍্যাবের হাতে ইয়াবাসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক – কক্সবাজারের রামু উপজেলার পশ্চিম নয়াপাড়া অভিযান চালিয়ে ৩ হাজার ৭ শত পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

তারা হলেন, চাকমারকুল এলাকার নবী হোসেনের বাড়ি থেকে সোমবার (২৯ জুলাই) বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে ৩ হাজার ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় গৃহকর্তা মৃত আব্দুল লতিফের ছেলে নবী হোসেন (৬০), তার স্ত্রী আমিনা খাতুন (৩৫) কে আটক করা হয়। আটককৃতদের স্ব-স্ব থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, তারা গত ৬ বছর ধরে কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় মাছবাহী ট্রাকে করে ইয়াবা বহন করছিল তারা।

আরও খবর