সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত ১৪ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৫/০৭/২০১৯ ইং তারিখ হতে সকাল হতে ২৬/০৭/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান এসআই প্রদীপ চন্দ্র দে,এসআই মোস্তাক আহমদ,এসআই আনছারুল হক, এসআই দেলোয়ার হোসেন এসআই রাজিব চন্দ্র পোদ্দার এসআই শেখ মোঃ সাইফুল,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন আসামীকে আটক হয়।
আটককৃতরা হলেন, সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিন মুহুরীপাড়া এলাকার মৃত হোছনের ছেলে আব্দুর সবুর, পৌরসভার খাজা মঞ্জিল বৈদ্যঘোনা এলাকার ইউনুছ মিয়ার ছেলে মো. শামীম, একই এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী শাহিনুর বেগম, দক্ষিণ চাঁেন্দর পাড়া এলাকার মোবারক আলীর ছেলে মো. আনছার উল্লাহ প্রকাশ আনছার, দক্ষিণ কুতুবদিয়া পাড়া ফদনার ডেইল এলাকার মৃত নবী হোসেন প্রকাশ বাদাম বেপারীর ছেলে আজিজুল হক ও তার স্ত্রী শফিকা বেগম, চৌফলদন্ডী উত্তর মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে নুরুল ইসলাম, খরুলিয়া বাজার পাড়া এলাকার হাজী ইউসুফ আলীর ছেলে মো. শওকত আলী, জোয়ারিয়ানাল ইউনিয়নের মিঠাছড়ি এলাকার আমির হোসেন এর ছেলে মিজানুর রহমান, উত্তর ডিককুল এলাকার মৃত শফিকের ছেলে মো. সোহেল, ঘোনার পাড়া এলাকার দুদাদাস পাল এর ছেলে শ্রী অনীল দাস, বর্তমানে মো. সাইফুল আলম, খুরুশকুল মনুপাড়া এলাকার রাজিব এর ছেলে ইকবাল, একই এলাকার রাজিব এর ছেলে খালেদ বাদশা, দক্ষিণ রুমালিয়ারছড়া চেয়ারম্যান ঘাটা এলাকার নুর আলমের স্ত্রী সেলিনা আক্তার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-