ডেস্ক রিপোর্ট – কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে কয়েকজন ভ্রমণকারীর তথ্যে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে।
তার আগে সৈকতে ভ্রমণের সময় ট্যুরিষ্ট পুলিশ ভবনের পেছনে নতুন নির্মিত জিওটিউবের উপরে একটি কাগজের কাটন দেখতে পান কয়েকজন যুবক। ওই সময় ওই কাটনটি খুলে দেখতে পায় নবজাতকের মৃতদেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফখরুউদ্দিন। তিনি জানান, কে বা কারা এই শিশুর মৃতদেহটি রেখে যান। বিকেলে কয়েকজন যুবকের তথ্যের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে দেয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় দাফন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-